প্রণামি সুহৃদী জনগণ তারে ,
চরণে, পরমাদরে করজোড়ে l
প্রতি পলে সবার কাছে
হয়েছি মহাঋণী এই ভবে ,
স্বার্থপরতায় পার করি মানব জীবন  
প্রতিদানে না কিছু পরিশোধে মন ,
চিহ্নিত আজ এমতঃ স্বভাবে ।


শোধিতে ঋণ ,কত দৌঁড়-ঝাঁপ
পুরিল না আশা,-না কোন খোয়াব
শেখা হল না, সংসারতত্ত্ব-সার
না জানি এ যুগের হাবভাব তার ।


শেষ পারানি পেতে হাতপাতি
দয়াদাক্ষিণ্যে মেলে কি কড়ি ?
এত করুণা দেখে দেখে
দু’নয়ন আসে জলে ভরি ।


মানবতার আঁচ এত পেয়েও
হৃদয় তবু শুষ্ক মরুভূমি ,
না হল শেখা- আত্মীয়তা
মানব জনম যায়- যেন বৃথা ,
জীবন শূন্য, প্রচুর রয়ে গেল কমি ।


(১৬-০৮-২০২২)
খোয়াব > আশা