শুকনো খড়েয় গাদায় শুলে- গা চুলকায়
কাঁটা বোনে গেলে তো রেহাই নাই
হয় রক্তাক্ত শরীর, ভরে বেদনায় ,
এটাই জগতের নিয়মাচার
তাই চেষ্টায় চলা, দেখে-শুনে বাচবিচার !


যতোই সাধা জীবনের ধারাপাত
এনেক কষ্ট জুটাতে, পেটের দু’টি ভাত ,
সুস্থ্য থাকার উপায় খোঁজা -
পারিপার্শ্বিক চাপে, সহন অসহ্য সাজা  ;
একটু সুফল চাইলে
কত না কিল-চড়-গালি মেলে ,
বিনা অন্যায়ে ,জুড়ি দু’হাত  
বাঁচার তরে সহ্য করি সব আঘাত ।


এও যুগধারা দুর্বল পায় না ছাড়া
সত্য-মিথ্যার না বিচার, সুবোধ যায় মাঠেমারা ।
ছাইয়ের গাদায় ছাই মাখা সার ,
দেখা, সাধু ভষ্ম মাখা,  সৌম্য চেহারা তার ।


(০১-০৫-২০২৩)