স্বভাব যতন , ছলনা হিত-পুষ্য মনন ,
বাঁচার মূলমন্ত্রটা একমাত্র যেন জীবন -
বাঞ্ছা ।  পরম সে প্রাপ্তি শাসকাসন  !
তাঁরা এক বিশেষ শ্রেণীর চিন্তক সজ্জন ।
ছলনায় ছল, বুকে পুষে ভেজাল-
কামনা, শুধু জানা, হতে হবে মালামাল  !
তাই প্রবল স্বার্থ নিয়ে , সামনে চলে -
কী ভাবে ঐ পদটি তবে, ফন্দিতে মেলে  !


যতেক অসামান্য ভাষ্যে- জীবন ধারণ-
আননে খৈ ফোটে, সে কী মধুর বচন ,
প্রতিটি সমস্যার যেন জানে দূরিকরণ
জানা যেন মন্ত্র, সমাধানে নখদর্পণ !


যেন কলি যুগের অবতার ! উদ্ধার কর্তা ,
জাজ্জ্বল্যমান ! জনদ্বারে, দৃশ্যমান হেথা !
সেবার বুলি, আদর্শ বচন তুলি, নানা-
সবারে হৃদয়ে ভরে- মিছা-মোহ ভাবনা ,
কি-না চায় -তথায় ! মঙ্গল জনতায়-
আর্তজন ঘরে ছলনায় ঢেউ তোলে
প্রলোভনীয়- চাতুরীয় কৌশলে ,
আাস্থা সাগরে বারংবার তোলে ঢেউ  !
চিন্তা-ভাবনায়-লাগায়- তালা
নিজ পরে জড়ায় ফুলের মালা  ,
আরো প্রচারে--- ভরে দিবা স্বপ্ন  ,
যেন তার মত আর সৎ নয় কেউ !
জনমন যেন ভাবে তারে ভরসা করে
সর্বজনে নেবে হৃদয় পুরে-
সুশাসক ভেবে সবে করবে মান্য
সে জ্ঞানী- ধ্যানী এ ছল যোগ্যতার জন্য ।


(ইং-১১-০৩-২০১৬-শুক্রবার)