শাসক যদি হয় অহিত কারক
স্বার্থই যদি তার কর্ম বাহক-
পর দুঃখে না করে তাপ-শোক
মাত্র নিজস্ব হিত যার ! সুখ ভোগ ;
জনতার মাঝে মহৎ কাজে
শাসক যদি রয়, রঙ্গে মজে-
কারবার তার সমাজ মাঝ ,
সে চায় শুধু মুনাফার রাজ  ।
কিসের নিদর্শন দৃশ্যে অনুক্ষণ
ঘটিত দেশে ,যতো অঘটন ?


শাসককে গড়ে দেশ জনতা
পৈতৃক নিয়মে পাওয়া না-তা’ !
সাথে আভাস পেয়ে তার যোগ্যতা
জনতা ভালোবেসে পদ দানে হেথা-,
যদি হয় জনতার বিশ্বাসের অন্যথা-
মানব হৃদয়ে ভরে ভীষণ তিক্ততা ,
সাথে নামে সীমাহীণ ব্যথা,
কেহ আশা করে না এমত প্রথা !
দেশজনতা মান্যতায় মানে অমার্জনীয় ,
সবার কাছে সে নেতা হন- অবাঞ্ছনীয় !


(ইং-১১-০৩-২০১৬-শুক্রবার)  (সমাপ্ত)