নীতিটা কাজের- অতি ক্ষুরধার –
মাথায় ঢুকলে, গড়ে মাতব্বর ,
সে আবার ভ্রষ্টাচারের আতুড়ঘর ,
তার দেহে জমা বিষাক্ত ভাণ্ডার !
নিঃসন্দেহে নিখাদ, পরিচয় তার
রাজনীতিরে করলে গলার হার ,
পাও তার কাছে, কত না আদর  
এ নীতিতে পাটা যে সুসমাচার ।


রাজনীতি সে বোঝে তার করম -
যেমন চাওয়া, তেমন পাও ধরম ।
প্রশস্ত, পবিত্র, সুগম তার পথ -
সক্ষম সাজাতে অপকর্মের রথ ,
সময়ে রাজনীতি সুযোগে ধরায় -
ইহা এক মহতি ব্রহ্মাস্ত্র এ ধরায় ।


অধমেরও হয় বহুতালার ঘর
রাজনীতি সুহৃদ, করবে অমর ।
মাত্র ভোটে শুধু দাঁড়লেই হয়
দূরভিত ক্ষত, সৌভাগ্য উদয় ।


যতো সরল সাধারণ সৎ মানুষ ,
রাজনীতির ছলাকলায় যেন খুশ ।
মোহিত রাজনীতির গূঢ় কথায় ,
গত রাজপ্রদত্ত মান্য তা’ আস্থায় !
রাজকাজ মুখ্য নীতি, রাজনীতি ,
তাই জ্ঞানীরাও সমর্পিত অতি ।
জয়তে রাজনীতি নিজ আশ্রয় ,
চালাক-ধূর্ত নেতা, চায় বেজায় !!


(ইং-২১-১২-২০১৭)
ধরায় > আঁকড়ে ধরার কারণে ।
ধরায় > এ পৃথিবীতে ।