প্রকৃতি তার বিচিত্র যে উপস্থিতি -
ধরায় নানা রূপে তার পরিস্থিতি ,
কোথাও গিরি, কোথাও বা মরু -
কোথাও সাগর, কোথাও বা তরু ৷  
এই সমগ্র বৈচিত্রের মাঝে -
সবই আসে, মানব কাজে ।


প্রকৃতির সহ্য-সীমা, অপার !
সবারে সমানে করে সমাদর ৷
করেনা প্রকৃতি, বিকাশ ছারখার,
তার বিপরিত, মানুষ আবার ?


যদিও করে কিছু সে ধ্বংস !
প্রদানে ফেরত , ভালর অংশ ৷
মানবের বেলায়, ক্ষতি মেলায় ,
প্রকৃতি পড়ে, ভীষণ জ্বলায় !
যদিও প্রকৃতি অত বোঝে না -
সেথা মানব-স্থান, বিজ্ঞ-মনা ৷


প্রকৃতি অতিষ্টে, ফেটে পড়ে -
ধরে নানরূপ, তুফান ঝড়ে !
সময় অসময়, মানুষ যা করে ?
অমানুষীক ! নিরীহ, ধরা ’পরে !
অপর প্রাণীর না বোঝায় কমি -
অজ্ঞানে করা, দূষিত, জমি ।
মানুষ সে জ্ঞাত, তার কৃত্য ?
ধ্বংস করিছে, সুখের মর্ত্য !


(ইং-২০-০৭-২০১৭)