এক দিকে এক- শুধু মাত্র একা ,
অপরদিকে প্রতিবাদী হাজার -
চলছে তুমুল তর্ক যুদ্ধ , ভরা সভাগার ,
তর্কে, সত্য শুদ্ধতায় বলা কিছু তার ;
মনোবলও বড়ো সম্বল চেতনার
হতে পারে সশক্ত সে এক খুঁটি ,
তবু বলবান চেপে ধরবেই টুঁটি !
দুর্বল পক্ষের যুক্তি-তর্ক
সত্য হলেও করে দেয় মাটি ।


দল , পেশীবল,  বিফল করে মনোবল ,
অজস্র উদাহরণ আছে ইতিহাস পাতায়
যুগে যুগে তর্কে সব করে জল ,
মেলে উপহাস-তাচ্ছিল্য আদিখ্যেতায় ।


জনবল ও সংখ্যার নজির ধরে তুলে
প্রকৃত সত্য -আসল যায় ভুলে
সততার পক্ষের একক সুজন
কখনো জনচাপে প্রাণ হারায়
যাতনা ভোগে সারা জীবন
ঘণঘোর  মিশকালো কারায় !


মানুষ, যুক্তি-তর্কে নেয় না যতন
চলতে চায় অন্ধবিশ্বাসী মতন ,
চারিদিকে সেই পুরাতন দৃশ্য-ক্ষণ
পেশী বলই শেষটা কাজে আসে ,
বৃথা সত্যতার যুক্তি-তর্ক দর্শন ।


(২১-০৭-২০২২)
টুঁটি > কণ্ঠনালী, গলা ।