যুদ্ধে মোসুলে রক্ত ঝরে ন’মাস ,
একদা পুনঃ ফেরে বাঁচার বিশ্বাস ৷
কুর্দিশ, শিয়া, করে প্রতিরোধ সতেজ ,
আজ নির্মূল ইরাকে, নির্মম আই,এস !
যাতনার সাগর পাড়ি দিয়ে মোসুল ;
সেথায় আজ ফুটিল স্বাধীন ফুল !


আজ, মানবের পদধ্বনি ঐ চাঁদ-
ভেঙেছে মহাশূন্যের সীমা-বাঁধ !
জল-স্থল, নভ,সাগর অতল -
খুঁজেছে, সসাগরার বাস্তব ধরাতল ৷


উন্নতি চরম শিখরে ধায়, আজঅব্দি,
বর্বরতার ভরা লাভা তবু , একুশেসদি !
তবু কেন হায়, বিশ্বময়, এত দ্বন্দ্ব !
একে অপরকে ভাবে শুধু মন্দ ৷


আকাশ পথে বোমায় তীব্র আক্রমণ ,
নীচে বিভৎস ট্যাঙ্কের লড়াই সঘনন !
অসহায়, অভাগার করুণ ক্রন্দন -
সরল সহজ তবু পায়, নির্যাতন !


উপেক্ষায় ছিল না ,অপাঙক্তেয় ,
তারা ছিল না মুখাপেক্ষী, হেয় ৷
ক্ষতি, সময় শক্তি অর্থ কৌশল ,
কি পায় ? হাতে অমূল্য ফল !


সাত লক্ষ অসহায়,দেশ-ঘরছাড়া -
শত সহস্র গেছে, অকালে মারা !
ভাগ্যে মেলে সমাধি, ভূমধ্য সাগর -
কাল কবলিত দেখেনি পুনঃ ভোর !


শুধু সীমাহীন ধ্বংস, ভয়,ক্ষয় !
নিঃস্ব সর্বশান্ত, মিত্থা জয়-পরাজয় ৷
স্বার্থ ধর্ম অহংকার, দম্ভ-সত্ত্ব ,
মানব, জ্ঞান শূন্য ,মোহে মত্ত ৷


দুষ্ট সে ভরায় কাজে, হাহাকার-
এ কী !সুষ্ঠুসভ্য, বিজ্ঞের বিচার ?
একাধ হতে পারে মহানষ্টাচারী !
বাকি !কোথায় তারা, শিষ্টাচারী ?


(ইং-০৯-০৭-২০১৭)
(ইং-০৯-০৭-২০১৭)-ইরাকের পি,এম, হায়দার, অলঅবদী ,
“মোসুল মুক্ত” বলে ঘোষণা করেন ৷