নন্দকিশোর ঘরে টেকে না -
কোথায় গোপী তার জানা !
শোনে না সে বাপের মানা ,
অর্থের শ্রাদ্ধ করে সে নানা ৷
আড্ডা মারা তার যে বাতিক -
বাপের দানে মটর বাইক ৷


ছুটভায়া সাথী কপালে জোটে ,
চার-চার জন বসে এক ছিটে ৷
অকারণে সে বেজায় চালায় -
ইন্ধন জ্বালিয়ে মজা পায় ৷
মোড়টাই গাড়ী খাড়া করে ,
আড্ডায় রোজ সন্ধ্যে সারে ৷


পথিক কখনো দিলে ধ্যান -
বিনয়ে করে তারে সাবধান !
“বাইক, পথে রাখা অন্যায় ,
কথনো রাস্তায় দুর্ঘটনা হয় !
হতে পারে সব শেষ-
অসময় ডাকা, কেন ক্লেশ ?”


জবাব শোন , “ওহে চাচা ,
মুখ্য কথাটা জানাই সচ্চা -
এ যে আমার বাপের গাড়ী ,
কেন শুখাও পেটের নাড়ী ?
যাচ্ছ যাও, শ্বশুর বাড়ী !
শান্ত মত পথচারী ।”


(ইং-0২-০৭-২০১৭)