নিখাদ বলে কোন কিছু মেলে না !
তবে, অণু-পরমাণু ব্যতিক্রম ,
সংসারে মানবের আচরণ-ব্যবহার
দেখি খাদ মিশানো বেশী-কম, তার ।
দেবতুল্য মহান নিখাদ তাঁর আচারণ -
বাকিরা মিশ্রিত খাদে সাধারণ জন ।


সোনায়ও মিশে খাদ, হয় অলংকার
গুণী-জ্ঞানী ,বিদ্বান ,পরের নকলে
নকল করা, খাদ মিশানো না দোষাচার
দেখা কত না জ্ঞানদীপ্ত সেথা অহংকার !


আটায় না মিশিয়ে নমক ,
নমকে মিশালে আটা, কি হয় তার ?
ঔষধে মিশালে খাদ যা-তা
হানি, অতি খাদে গল্প, ধর্ম কথা ,
মাথায় ভরে আবোল-তাবোল
ঘটে খাদ জনিত শিক্ষা- অনর্গল ,
এই তো জীবনাচার , হট্টগোল !


(০৩-০৫-২০২৩)