প্রকৃতির এ নিময় ধারায়
সাগরের বারি মেঘে উবে যায়
কত কত তার বিশাল কলেবর
বর্ষাঋতুতে বর্ষে প্রবল সে জলধর ,
ভূতলে সহস্র স্রোতধারায় আবার
ফিরে আসে সে পুনঃ সাগর ।


জীবনের সারা ঘটনা জনিত বুদ্ধি
মগজে স্মৃতি হয় ক্রমান্বয় জমা, বৃদ্ধি
একবার স্মৃতি মুছে গেলে
চির তরে হয় বাষ্প, উদাহ
পুনঃ না নেয় রূপ মেঘসম
ফেরৎ আসে না স্মৃতির জলে
ঘনায় স্মৃতি শূন্য কাল এর ফলে ।


(০৩-০৭-২০২২)