শীতের পরশ হেমন্তকাল
সাড়ে পাঁচটা গড়িয়ে বিকাল ;
মাদুরাই থেকে ফেরত বাড়ী ,
দেই আকাশ পথে বিমানে পাড়ি ৷
সেই সুমধুর মেঘের দৃশ্যটা যে কী ?
দু’নয়ন ভরে তখন যা দেখি ,
সে যে বাস্তব ! নয় কোন ফাঁকি !
রবে হৃদয়ে অমর হয়ে, চিরসাক্ষী ৷


সম্মুখে সীমা হীন মেঘের পাহাড় ,
দাঁড়িয়ে মাথা তুলে, খোলা আরপার !
বিমানে জানলার ধারে বসে-
এ দৃশ্য দেখি, এক নিশ্বাসে !
আসে না মনোমাঝে-মম বিশ্বাসে -
আমি যে মূক ! সে দৃশ্য প্রকাশে !


স্বর্গ দেখিনি স্বপ্নেও ! কক্ষনো-,
ভূলোকে দেখিনি, দৃশ্য এ হেন !
ক্লান্ত- শ্রান্ত, রবি- পশ্চিমে ঢলে-
যাত্রা শেষ করিবে তার পথ চলে ৷
সহস্র কিমি তীব্র গতি মান এ যান -
অধিক বায়ুবেগে বুক চিরে আসমান ,
উত্তরে ধায় সমানে এই বিমান ,
সময়ে যাতে পৌঁছায় তার নামার স্থান ৷


রজত সূর্য রশ্মিচ্ছটা, মেঘেতে আছড়ে -
মনোমোহিনী রূপে মন যে কাড়ে !
যদিও বিশাল মেঘের সে পাহাড় ,
কিন্তু এ কী  জ্যোতি ! অপরূপ তার  ;
ফেনিভ শ্বেত-, দুগ্ধ তুষার কণা -
রূপ ধরিয়া ভূবনমোহিনী, বর্ণে নানা-
শুষ্ক-সুশীতল, অতি স্নিগ্ধ কোমল ,
যদিও নয় দীঘি সাগর, অথচ স্থিরজল
সীমাহীন সুগভীর সীমা অতল -
নিখোঁজ তার কাম্যের ভূতল !
রূপে কেবলি রজত সাগর -
বিস্তৃত প্রসারি দুগ্ধু পারাবার-
অতি উজ্জ্বল !সে ঊর্ধ্ব গগনতল-
স্থির বেগ ! তুষার শুভ্র, সমগ্র অঞ্চল !
উভয় মেরুর বরফ গ্লেসিয়ার-
দেখিনি কখনো অপরূপ তাহার ৷


দেখি মেঘের ঢিপি, গাদা-গাদা
নেমেছে ঢল সাদা আর সাদা ,
ধবলে ভরা শান্ত বন, শুভ্র কাশ-
চতুর্দিকে ছেয়ে সমগ্র আকাশ ৷
পেঁজা তুলো যেন অবিকল -
ভাসমান -অথচ অতি নিশ্চল !
বন্ধুর প্রান্তর, প্রসারিত দিগন্তর -
এ যে দুধ সাগর, যদিও অন্তর !
এ যে নয় সাহারার মরু-
ব্যাপক শিশিরকণা অতি যে পুরু !
ঝিকিমিকি মরিচীকা, না মরুদ্যান-
সাগর উর্মির নেই কোন স্থান ;
নেই বজ্রের প্রচন্ড উদঘোষ ,
নেই বায়ুর প্রবল জোশ ৷
নেই সবুজ ঝোপ-ঝাড় বন-
দিগন্ত ভরা শান্ত শীতল পবন ৷


কেহ কাঁপে না থরথর-
মেঘ ডাকে না কড়কড় !
নয় এভারেষ্ট তুষার গ্লেসিয়া-
ঐ যেন উজ্জ্বল রজতে ভরা কায়া ,
এ যেন মন মাতানো মহামায়া !
প্রকৃতির এ মোহময় মোহিমা-
এক নিশ্বাসে হৃদে করি জমা-
চলিছে বিমান অনন্ত অসীম -
চিরিয়া মেঘের বক্ষ অতিহিম ৷
ভিতরে শান্তি সকলে নীরব -
সুঁই পড়া শব্দ, ওঠে না কলরব !
এত শ্রান্তি আশাতীত যার নাই অন্ত -
হুল্লোড় হা-হুতাস হেথায় সব ক্ষান্ত ৷


বিমানে ঘনঘন উদঘোষ ভাসে-
মোটে নড়া-চড়া নয়, আশে-পাশে-
না হারায় বিমান তার ভারসাম্য ,
অবশ্য সাবধান থাকা সবার কাম্য ৷
বিশটি মিনিট কাল ভরিয়া বিস্ময় !
আমার মেঘের যাত্রা শেষ হয় ৷
এ দৃশ্য চির তরে মনে ধরি  ,
থাকিবে তার সুখ হৃদয় ভরি ৷


(ইং-২৪-১১-২০১৪)