দাওয়াই , তার গুণ অশেষ
সময়ে দিলে ডোজ, সঠিক পরিমাণ
রি রি করে জাগে অসুস্থ- পরাণ ,
কখনো টুপ করে কান্নার রোল
হাপিত্তেশ পরিণাম তারও মান !


অন্য উপায় জানা নাই সুরাহা
তাই দাওয়াই এর প্রয়োগ ধরণ
ফাঁপরে ! রাম নাম বুকে ধারণ
মানেন, ধুরন্ধর সব মহা-মহা ।


জ্ঞানে অজ্ঞানে দাওয়াইদার ,
সব কাজে দেখা যায় সংযোগ
শিষ্য করেন অহরহঃ প্রয়োগ ;
চেষ্টায় না জড়তা,ক্ষান্ত তার ।


ভূত-ভবিষ্যৎ-বর্তমান আছে মান
নানা রূপে যত্র-তত্র প্রতিয়মান
বোদ্ধাই শুধু ঠাহর পায়, দেয় ধ্যান
অন্যের চক্ষু ছানাবড়া দেখে আসমান ।


(০৪-০৪-২০২৩)
শব্দার্থ **=  দাওয়াই > ঔষধ , ব্যাপক অর্থে ব্যবহার । ডোজ > পরিমাণ মত খোরাক । ফাঁপর > বিপদ । সুরাহা > সুপথ । দাওয়াইদার > যে ঔষধ দেয় । বোদ্ধা > যে বোঝে , বিবেকশীল । ঠাহর > অনুভূতি ।