শিকাগোর সে বিভৎস শ্রমিক উৎপীড়ন দৃশ্য
সভ্য সমাজের হৃদয়ে লাগে ছোঁয়া- স্পর্শ ।
সর্বহারা শ্রম বেচা শ্রমিক
তার দাবির পরিণাম সে অতি মর্মান্তিক !
আজ পুঁজিবাদের অধুনা জগতে
যদিও সে দৃশ্য কল্পনায় আসে না মাথে ।
শ্রমিকের শ্রমে উৎপন্ন সুধা
সোনার থালায় খাই -
শখ মিটিয়ে পেটের ক্ষুধা ।
এক সময় বিশ্বের দুই তৃতীয়াংশ লোক
মে দিবসের হয় বড় প্রশংসক ,
পুনঃ, প্রচণ্ড পুঁজির চাপে
সব সুফল যেন উবে যায় বাস্পে !
তবু বড় আশা বিজ্ঞ-মহান জন
মে ডে-কে সময়ে করেন স্মরণ ।


(৩০-০৪-২০২৩) উবে যায়  > উড়ে যায় ।
১লা মে, “বিশ্বশ্রমিক দিবস” ৷ আমেরিকার শিকাগো শহরে
১ থেকে ৪-মে ১৮৮৬ সালে এ ঘটনা, কাজের আট ঘন্টার
অধিকার নিয়ে ঘটে ,বহুশ্রমিক গুলিতে মৃত্যু হয় ৷ ১৮৮৭, -১১-নবেম্বর, চার জনকে ও বাকি নেতাদের পরে ফাঁসি দেওয়া হয় ৷ বহুনেতা কঠোর কারাবাস ভোগেন ৷ তাঁদেরকে সশ্রদ্ধ শ্রদ্ধাঞ্জলি জানাই ।
সমস্ত কবি বন্ধুদের প্রতি আদর পূর্বক মে দিবসের প্রীতি, শুভকামনা, শুভেচ্ছা জানাই ।