চিড়ের ব্যবসায়ীকে সুধাই ,
আজ কারোবারের গতি কী ভাই ?
শোনায় ভীষণ দুঃখ কথা
এবার চারিদিকে অন্ধকার দেখি
অনেক দিন হ’ল , আয় নাই ।
বন্যা হয় না ! চাহিদা কম
আর চিড়ে চায় না লোকজন ।


অস্ত্র ব্যবসায়ীকে শুধাই ,
ব্যবসার কথা কিছু তো বলো ভাই ,
তাঁরও করুণ প্রবচন
এ ব্যবসা তেমন চলে না এখন ,
ঐ সাম্যবাদী দল
মানুষের হৃদয় করে দখল
আপসে লড়তে দেয় না
দেশের বাজেট বাড়ে না ,
ধর্মে উন্মাদ লড়াই বন্দ
শক্ত মানা যে কোন দ্বন্দ্ব ,
এভাবে চললে দেশ
অস্ত্র ব্যবসা হবে শেষ ।


ডাক্তার সেও দেখি দুঃখী
‘করোনা’ গেল, প্রায় শূন্যরোগ
মানুষ আর চায় না দুর্যোগ ,
তাঁর আয় নাকি কমছে দিনে
অতিষ্ট মানব কষ্টে অশেষ
পারছে না ঔষধ কিনে কিনে ।


নেতারে শুধাই , হে দেশ সেবক
হালচাল বল,- বর্তমান
দুঃখ ভরা করুণ বারতা ,
যদিও কাটি খুব ফিতা
তবু পাই না পূর্বমান ।
ঠকে-ঠকে লোক পরিপক্ক
বোধে তাঁরা আজ বড় শক্ত !
মিথ্যা কথায় আর ভোলে না
নেতা যে ধোঁকাবাজ ,
জনতার নখদর্পণে, তা’ আজ ।


(০১-০৯-২০২২)