সমাজ উত্থানের মূলে মানুষ
তবু তাঁরে করি অনাদর ,
গুণে এই মানুষ হয় অবতার
আর কত দেবে সুখবর ।


বিজ্ঞান সুখের পথ সুগম করে
খবরা-খবর মেলে ভাল ,
তবু যেন তার মাঝে খুঁজি
কত অনিষ্টকর কালো ।


অতীত সাধু অন্ধকার গুফায়
জীবন কাটিয়ে শেষ ,
ধর্মস্থলে আলো, বিজ্ঞান জোরে
জগমগিয়ে বেশ ।


ঝড়-বন্যা-ভূকম্প কালে
ভিন্ দেশের সাহায্য মেলে ।
মানুষ বাঁচায় মানুষের জান
এমনি ভাবে সমাজ চলে ।


দ্বিতীয় পক্ষের শক্তি দেখি না ,
মানুষে তবু সুস্থ্যতা কালে
জাতি-ধর্ম, সীমা-দেশ নিয়ে
কত না হিংস্রতা চলে ।


(১৫-১২-২০২১)