পৃথিবীর বুকে ভরে সুখে দুঃখে ,
অনন্ত কালের সাথী ;
হেরি ক্ষণস্থায়ী তবু বাঞ্ছা জয়ী ,
দীপ্ত আলোর ভাতি ।


মধুর জীবন অমূল্য রতন ,
সবার আছে তা চেনা ;
সময়ের সাথে উথ্যান-উদয়ে ,
উপায়টা চাই জানা ।


পথে ভরা জল কর্দম, পিচ্ছল ,
কাঁটায় ভরা প্রচুর ;
বাধায় প্রবল গুপ্ত কত ছল ,
দুঃখ দানিতে আতুর ।


এমত ধারায় পতন ধরায় ,
অসাধু নরেতে যত ;
মানুষের মাঝে অশুভ বিরাজে ,
ব্যাপক আনে যে ক্ষত ।


চাইলে মূলেতে মঙ্গলে ভবেতে ,
অশুভ নিঃশেষ ক্ষয় ;
নিঃস্বার্থে প্রাণ, ত্যাগে বলিদান ,
মানবের হাতেই জয় ।


(ইং-১৬-১১-২০১৭)