বাচ্চারা আহ্লাদে আত্মহারা-
দেখিয়া, ভানুমতীর জাদুর পিটারা ৷
এবার দেখিবে, আধুনিক ভ্রাতা -
গড়ে সবে, আবাল-বৃদ্ধ-বনিতা ৷


অদ্ভূত দৃশ্যে, চোখ ছানাবড়া -
দেখেই অবাক ! পলক হারা !
ঝুলছে মহাশূন্যে ভয়ংকর মিশাইল ,
উপর আকাশে, হাজারো মাইল !


ঘুরছে তারা পৃথিবী জুড়ে ,
নিশানা তাদের মর্ত্যের ’পরে ৷
একা নয় ! ঘুরছে কতো- পিল-পিল -
ধ্বংসিতে পারে, জল-মাটি-খালবিল ৷


অপিসে বসে, কলটি নাড়া –
কাজটি সারে, যেন কারা !
যদি একটিবার পায় তারা ছাড় -
পছন্দের দেশ করিবে, ছারখার !


এর মূলেতে “স্টার ওয়ার”-
চায় করিতে, পৃথিবী সাবাড় !
এ যেন বাঁচা , পরের দয়ায় !
এ ছাড়া নাই যে, আর উপায় ৷


পয়সা ফেক, তামাসা দেখ -
দেখিয়া সবে, বাঁচিতে শেখ ৷
যতই করো না, লাফালাফি-
সবার অবস্থা যেন ঢেঁকি !
লাথি ছাড়া, ধান যে ভাঙে না !
ভানুমতীরে দাও, এখন ষোলআনা !


(ইং-১৮-০৭-২০১৭)
*ভানুমতীর পিটারা > জাদুর বাক্স ৷ স্টার ওয়ার > অদৃশ্য যুদ্ধ ,
কাব্য সার, -- সাম্রাজ্যবাদীদের এরকম পরিকল্পনা চলছে, অস্রগুলো সব শূন্যে ঝুলিয়ে রাখা হোক ৷  সময় অনুযায়ী ইচ্ছেমত যে কোন দেশে যেন প্রয়োগ করা যায় ৷