সংসারে জীবনটা এক জাঁতাকল ,
কর্মজীবনে কেবলি যুদ্ধ
তীব্র জ্বালা-কষ্ট, অসহ্য ,
চারিদিকে খাঁই গভীর অতল ।


জগৎটা চোখধাঁধাঁনো উজ্জ্বল আলো ,
পতঙ্গসম মন সেদিকে ধায়
কত না দেখা কালে পরাজয় ,
সহজে শত চাইলেও মেলে না ভালো ।


কোন সে ছল কিসের গ্রহ ! বাঁধন-গিঁট ?
কত যাত্রা, গয়া-কাশী-মক্কা
জ্ঞান পেতে-পেতেই অক্কা !
জীবন- সুপ্রভাতে সে গায় না গীত ।


(০৫-০২-২০২৩)
অক্কা > মৃত্যু ।