কারও পছন্দ সুউচ্চ মগডাল-
অনেকের আস্তানা,মিহি জাল ,
কারও স্বভাব উল্টো ঝোলা-
ডালে ঝুলেই কাটায় বেলা ,
কারও বাসা, খেঁজুর বাবলা-
অবাধে বাতাসে, খায় দোলা ৷


অনেকে সুদূর গগনে চরে-
কতোর বাসা পরের ঘরে ,
বড়ো জলচরেরা গভীর জলে -
অনেকে ভাল রয়, খালে বিলে ৷
কেউ ভূমির গভীরে, সুড়ঙ্গ কাটে-
কেউ মাটির ’পরে, কাদা ঘাঁটে ৷


অনেকে ঘুরে মরে- হয়ে ভবঘুরে-
যে অলস, সে রয় দুয়ারে পড়ে ৷
অনেকে কল্কে-বতল-তাস নাড়ে,
অনেকে লাভের তরে, ভেখ ধরে !


কেউ বা ভাবুক জলসা ঘরে -
কেউ বা ভোগে কারাগারে !
কেউ বা পড়ে -আস্থার দ্বারে -
কেউ বা সময়ে তীর্থ সারে ৷


কেউ বা মাঠে বাজায় বাঁশি -
চাঙে নেতা বকে বেশী !
রকেট, বিমানে, কেউ চড়ে,
শবের শ্রান্তি মড়ার ঘরে !!...


(ইং-২৫-১২-২০১৬)
মড়ার ঘর > Mercury.