একা বসে সন্ধায় পুকুর পাড়ে  
হাঁটুর মাঝে মাথাটি গুঁজে ,
পথচলতি লোকে ভাবে, না রে !
ওর পেটে পড়েছে তরল,- তাই -
ও বসে আছে সাধু সেজে ।
হয়েছে বয়স খাটতে পারে না ,
কত কষ্টের জীবন, শোনে তানা ;
ভাবছে- কি আছে জীবনে ,
মনে হয় সব সমাধান মরণে !


বিচার যার যেমন, মনের ধরণ
তাই, কল্পনায় নেয় শরণ ,
বিচার লাগাম ছাড়া- তার ধরন
এদিক ওদিক চিন্তায় নেই বারণ ।
মৌমাছি সে পান করে মিষ্ট মধু ,
সাধু সমাজ মাঝে দেখে শুধু সাধু ।


(২৯-১২-২০২৩)
হিন্দী শব্দ, তানা > টিটকারী, বকাঝকা ।