হোক না তাড়ন বৃষ্টি- খরার
না উদয় নির্জীবের বিচার ,
যদিও কার্যদক্ষতা আছে- বটে -
প্রতিটি যন্ত্রে, অতিবুদ্ধির রোবটে ;
তথা বিচারের হয় না উদ্গম
সে শূন্য আত্মা নিয়ে ভাবে না যম ।
সর্বজীব শ্রেষ্ঠ তার আদর্শ সমাচার
একমাত্র মানুষেই বিদ্যমান বিচার ।


বিচার থেকে গড়ে আগের ভাবনা ,
সভ্যতার অগ্রগতির ঠিকানা ।
সময় সে এমন শক্তিধর- প্রবল ,
নিঃস্ব করে বিচার, সমস্ত ফলা-ফল ;
ডুবন্ত জাহাজ সে টাইটেনিক্
বা-হিরোসীমায় মারা এটমবোম্ ,
মস্তিষ্ক কেন ? যুগ হয় স্তম্ভিত !
বিচার হয় ধ্বংস, পড়ে রয় ক্ষত ।


(২৯-১২-২০২৩)