সরল নিরীহ প্রাণী সে- এক গাধা !
নামটা যেন শ্লেষ মিশ্রিত ধাঁধাঁ ;
তার দ্বন্দ্বময় জীবন , গাধাচার -
এ বিষয় শোনা মাত্রই একবার ,
বিচারগুণে মাতম, খিলখিল হাসার ।


ধর্মভেদ, বর্ণভেদ, সত্য-সফেদ ,
কত না গরীবকে নিয়ে গণবেশ
সুখীর ফুলঝুরি কথার সমাবেশ ,
উপযাচকের ভাষ্য ভরা চর্বি-মেদ ।


সৎ-সরল, গোবেচারার সমাচার ,
সভ্য সমাজ গর্বে বলে,- গাধাচার ।


(২৫-১২-২০২৩)
সফেদ > সাদা ,সত্য ।
চর্বি-মেদ > কৌতূকে বাড়িয়ে বলা ।