কাঁচাপাটের খোসা ছাড়ায় না
পচলে ওঠে ছাল
শুকনতে রূপলী রূপ পাটের
চাষীর ফেরে ভাল ।


পাটায় না ঘষলে বেজায়
রং খোলে না হলুদ
ওঁঝার ঝাঁটার বাড়ি পড়লে
ভয়ে পালায় ভূত !


সুখে বসে খেলে পরে
বাড়ে খুব উদর ,
ব্যাধি জড়ায়, অসহ্য তায়
মেলে দুঃখের বর ।


দশের লাঠি একের বোঝা
বোধগম্য জ্ঞান সব ,
শতেক লাঠি ,একটা কলম
কর্মগুণে শ্রেষ্ঠ সম্ভব ।


(২০-১২-২০২১)