দেখা যায় বিপদে পরকে অর্থ সাহায্য করে  ,
কখনো দূষিতফল ফলে, আগুনে ঘর পোড়ে ।
দেখি, শান্তির স্থিতি শুধু
বুদ্ধিমান, মুখবন্ধ যে সাধু !
এ যেন জীবন পণ-ব্রত ,নিয়মধারা ধরে ।


সমালোচনায় ভাল ও মন্দের হয় পতা ,
এ কাজে সত্যতায় খোলে জীবন পাতা ।
তাতেও রয় বিকট বাধা
অকারণে বিপাকে কাঁদা ,
অজানায়, কুপমণ্ডুক চিত্র, জীবন হয় বৃথা ।


অন্যায় অকর্ম যদি থাকে ঘেরা বহির্দৃশ্য
দর্পীর উচ্ছিষ্ট-বর্জ্য তা’ও হয় যেন সহ্য ,
অজ্ঞতায় জমে মত মনশীলা
অখাদ্যাচারে যেন সর্বলীলা
যুগের কর্মকাণ্ড পৌরাণিক আচারে- স্তব্ধ ।


(১৮-০৪-২০২৩)
পতা > পরিচয় , বোধ । কাঁদা > কান্না , ক্রন্দন ।
উচ্ছিষ্ট-বর্জ্য > নোংরা , -আবর্জনা, বস্তু -বিষয়ক ।