খুশীটা আপন নিজস্ব সত্তা ,
চাই না কারোর আধিক্যেতা ৷
কিছু আছে চুনোপুঁটি ,
স্বল্প জলে করে খুনসুটি ৷


অতি যে সেয়ানা তারা -
আনন্দে সদা আত্মহারা ,
গা ভাসিয়ে ফরফরায়-
তীর বেগে ছুটে পালায় !
বাঁচা বাড়া, সমান তাল-
মত্ত তারা অল্প জল ৷


ভাবে যেমন রুই কাতলা -
বড়ো হওয়ার ইচ্ছে মেলা ,
তাই তারা খুব লাফায় !
লাফে-লাফে খেলে মজায় ৷
মান্যতা সেথায়, এমনি জোর-
চলবে বুঝি জীবন ভোর ৷
বক যে বসে তাক ধরে -
বাগে পেলেই ঠোঁক্কর মারে !


(ইং-০৭-০৬-২০১৭)