দেখি না, রাত আর দিন
খেটে-খেটে হই ক্ষীণ ,
ভাবি, অথক কষ্টের পরে
খাব গরমভাত পেট পুরে
সময়ে, সুযোগও যদি পাই
এ কি ! ‘বাড়া ভাতে ছাই’ ।
হঠাৎ এক দমকা হাওয়া
ধ্বংস করে চাওয়া পাওয়া ,
ভরা ফসল মাঠে দেখি
বন্যায়-বরবাদ !সবই ফাঁকি ।
সুখ তরে ছিল আশা পোষা
আগে দেখি শূন্য,- খোসা ,
ধরার বুকে বেজায় খরা
কারো বা আবার হরাভরা ,
ভুখা শিশু- কাঁদে রাতে
কেহ বা খায়, দুধে-ভাতে ।
যুগের দেন এ বৈচিত্র বৈষম্য
বাঁচতে হবে করেই কর্ম ।


(ইং-১৪-১২-২০১৯)
হরাভরা > সবুজে ভরা, প্রচুর , সুসময় ।