নানা রঙের জীবন এ ধরণীতল
এ যেন এক অদ্ভূত যাঁতাকল ,
যতোদিন- প্রাণ, না তার পরিত্রাণ
বন্-বন্ ঘোরা রূপ- জীবন যন্ত্রণার ।


যাঁতার দু’টো পাট- সুখ ও দুঃখ ,
তারা দু’য়ে মিশে তৈরী করে
মণ্ড । হতে পারে তেতো বা অমৃত ।
রুচি , যে যেমন যাঁতা ঘুরায়
কেহ আবেগে , কেহ হুতোশে
কেহ বা ভাসে অন্ধবিশ্বাসে ,
যাযাবর ! সুতো ছেঁড়া ঘুড়ি -
ঘুরে-ঘুরে জীবনসাগর দেয় পাড়ি ।


কারো ঘূর্ণন, সুরেলা হারমোনিয়ম !
কারো বা বুকে পাথর ভাঙার গান
সুর তো নয় ! মধুর গুণ-মান -
শোনা যায় কেবলি কান্নার তড়পন্ ।


(১২-০২-২০২৩)
তড়পন্ > ছটফটানি ।