এক গরীব, রিক্সাওয়ালা
একদা পথে পায় ফেলা-
মোটা টাকার ভরা থলি ,
সে পেয়েও আত্মসাত্ না হালি
যদিও ছিল ভাগার পাতলা গলি !
অর্থ, স্ত্রী পুরুষ দু’জনে মিলে -
পুলিসের হাতে দিল তুলে ৷
পুলিস দিতে চায় বকশিশ
তারা চায় না এরকম আশিষ ;
লোভে হয় না নতশিরঃ ,
গরীব যদিও, খাবে না উপরি ক্ষীর !


ধান কাটে চাষা
গেঁয়ো বেশ-ভুষা
জানে না লেখা-পড়া
চোরা কাজে দেয় না সাড়া ,
শেখেনি তারা পকেট মারা
শেঠের মত নয় ধনবান-
তবু বাঁচিয়ে রাখে সবার প্রাণ ৷


কৃষক কোন শ্রেণীর আধারিত ,
শিক্ষিত না অশিক্ষিত ?
জানে শুধু ফেলিতে চারা
বাঁধে আঁটি ধানের তাড়া
কাদা মাটিতে চারা- গাড়া
ধান উঠিলে মাড়া-ঝাড়া ,
তুলে রাখতে কুটো-নাড়া
এসব করে বাঁচে তারা ,
লোকে বলে অশিক্ষিত
শুনে হয় তারা দুঃখিত ৷


(ইঁ-২৬-০৬-২০১৫-)--গোপাল চন্দ্র সরকার  
হালি > এখন বর্তমান ।  ভাগার > পলায়ন করিবার ।