সব শিক্ষিত যে অশিক্ষিত হয়
এমন চিন্তা কভু না মানায় ,
সব অশিক্ষিত যে শিক্ষিত হয়
এমন ভাবনা আনিতে নাই ,
সবার ন্যায্য বিচার হওয়া চাই ৷


ভাল মন্দ উভয়ে আছে
সবাই জীবিত কর্ম মাঝে
গুণের প্রমাণ হয় সব কাজে
স্বার্থ নিয়ে মানুষ বাঁচে ,
অপকর্ম করলে সমাজে
মরে শেষে ভীষণ লাজে ৷


অক্ষর জ্ঞানে হয় সাক্ষরিত
হতে নাও পারে সঠিক শিক্ষিত ;
আবার অক্ষর অজ্ঞানে অশিক্ষিত ;
সেও হতে পারে ,ভাল শিক্ষিত ৷
যদিও যায়নি সে পাঠশালায়
অক্ষর না শিখে যদি হয়
শুধু মানব মূল্য শিখে নেয়
বাস্তব জ্ঞানে সংসার চালায় ।


চাষা শেখেনি বর্ণমালা
চাষের কাজে দক্ষ মেলা ,
সমাজে বাড়ায় না মিথ্যা ঝামেলা
চাষ কাজে সে করে না হেলা
চাষাবাদে জ্ঞান সঠিক মত
চাষের কাজে চাষি যে শিক্ষিত ৷


সাক্ষরিত হয়েও কর্মে অজ্ঞানী
অশিক্ষিত তাকে মানি ও জানি
অ-সাক্ষরিত হয়েও দক্ষ যে কর্মে ,
তাকেই শিক্ষিত বলা- মানব ধর্মে ৷
(শেষ)
(ইঁ-২৬-০৬-২০১৫-)