মনঃমাঝে দগদগে ঘাগুলো বড়ো কষ্ট দেয়
রূপ তার সময়ে অসময়ে, তারা কটূ স্মৃতিময় ,
জেগে ওঠে হঠাৎ মনের অজান্তে
প্রবোধ, সে পারে না রুখতে, তার বেগধারা, অন্তে ।
নিজ দোষে ক্ষত -এ যুক্তি হয় সহ্য ,
বিনা দোষে অকারণ পেলে দংশন, অসহ্য !


আঘাতে আঘাতে কোণঠাঁসা
শেষ বেলায় সব ফুরায়-- বুঝি আশা ভরসা ;
জীবনের এও এক নির্মম পরিহাস
তবু হই খুশী, আমি না একা, এমনতর বসবাস
বহু-বহু সহ্য করে অযাচিত অত্যাচার ত্রাশ ,
জীবনটা যে সংঘর্ষময় তাই হতে নাই হতাশ ।


আরো জানা- যেখানে দূষিত বিচারের কারখানা
এমত কত ক্ষত ,কড়া নাড়বে অবিরত ,
তার ধাতে নাই শোনা অনুরোধ, না বিরোধ মানা ।


(০৬-০৪-২০২৩)
ধাতে > স্বভাবে ।