ধনী- গরীব সৃষ্টির কারণ কী তার ?
চিন্তা-চৈতন্যে- অনজান !
ধনীর যে বুদ্ধি-মেধা-স্বার্থ কণ্ঠহার ,
সমাজে বড় প্রতিপত্তি মান ।


গরীব পাতাসংসার, চাহিদা অপূরণ
সমস্ত শক্তি ন্যাস্ত তার জীবনযাপন ।
সে খাটে, কাজে ব্যস্ত রাস্তায়
পেটের দায়ে রোদে-জলে দগ্ধ হয় ,
কখনো উপহার মেলে গলাধাক্কায় !


সে জীবন নিয়ে করে না মন্থন
পর-সেবায় রত রয় সর্বক্ষণ ।
কখনো ধনী তার উদবৃত্ত অংশ
নাম তরে, উজ্জ্বলে বংশ
গরীব দরদী দেখায় !
গরীব যেন লিখে দেয় সাক্ষাৎ খৎ
কৃতঞ্জতায় ধনীর চরণে হয় দণ্ডবৎ ,
ক্ষুধাই বড়, সাধেবাদ
সাধারণতঃ না মাথাব্যথা এ সব চিন্তায় ।


(০৬-০৫-২০২৩)
সাধেবাদ > বাদসাধে > বাধা প্রপ্ত হয় ।