ক্ষমতা হস্তগত করা ,সাহসিক এ কাজ
ভরে সোনার থালায় মেলে না সে তাজ ,
যুগে যুগে রক্তক্ষয়ে কত করছে রাজ ।


চলন এককেন্দ্রিক, নিজ প্রভত্ব উজাগর
মানবতা ধর্ম ,আদর্শ জলাঞ্জলি ঘোরতর ,
প্রতাপে রাজত্ব কেবল ! না ভিন্ন খবর ।


অধুনাকালে গণতন্ত্রে তার না ব্যতিক্রম
চৈতন্যে নেতার যে কমি, সত্য নয় ভ্রম ,
দম্ভে, উপেক্ষা সংবিধান ,মান্যতে কম ।


মোম পুড়ে-পুড়ে, বাতি দেয় যে আলো
এমতঃ জনদরদী নেতা সে কোথায় গেল ?
মিললে তবে দেশ-সমাজ গড়বে ভালো ।


(০৪-০৫-২০২৩)