যুগে যুগে এবং সর্বকালে
মানবের অগ্রগতির জয়গান ,
তবু সুরক্ষিত না
মানবের ঘর-সংসার ও জান !
একথা সত্য ,বাধক শুধু মানুষ
কেন যে চৈতন্যে ফেরে না হুশ ?


যতো দেখা সামনে প্রগতি
নিম্ন অধিক টান, মানুষের ক্ষতি ।
এ ক্ষতিতে কাজ করে শুধু যে বোকা
তা’ কক্ষনো মনে এনো না- প্রিয়সখা ।


সেয়ানা ধুরন্ধর -প্রবুদ্ধ- বণিক
মানব নামের গরীমায় যদিও উদ্রীব
দুষ্কৃতিতে লিপ্ত তারাও অত্যধিক ।
তারা অকারণ স্বার্থপর বশতঃ
অপকর্ম করেই চলে অবিরত ,
জাগে না কালে মানবমূল্য শিখ ।


(২৭-০৫-২০২৩)
শিখ > শিক্ষা ।