চোখ-কান-মন, আজ জাগ্রত
তবুও জনতা অপদস্থ কত
শুধু অকারণ বুকে নিয়ে ক্ষত
গড়াগড়ি জীবনটা অবিরত ।


বর্ষাকাল এলেই ব্যাঙ ডাকে ,
ভোট আসলে লোক জাগে
উভয়ের কর্মে কোন ফারাক নাই ;
ব্যাঙে আর মানুষে সমতা পাই ।
সমস্বরে ব্যাঙ বার্তা জানায় ডেকে
শীতল কর ধরণী, বলে মেঘকে ।


দানে ভোটটির ভোট করে ভোটার
নেয় না খবর ভবিষ্যতে আর
প্রতিবার দেখ ঘরে হাহাকার ,
অযোগ্যতার দোষ ঘাড়ে পড়ে নেতার !
অন্যায় প্রতিকারের শক্তি তায়
খবর আছে সংবিধানের দায়রায় ,
সুযোগ এলেই মিছিল ধর্ণায়
কত ব্যথা, হাত-পা-মাথায় !!


(২৭-০৫-২০২৩)