অহি আর নকুল নহে সহোদর ভাই  
ভিন্ন জাতের, শত্রুতা ভাবনা সদাই ,
মানুষও জাতে বিভেদ, দুঃখ-ব্যাধি
হ’ল না বোঝা ,বোধ-জ্ঞানে অদ্যাবধি ।


বোধহীনতা চৈতন্যের অপগুণে
ফাঁটলে খাদ আরো বাড়ে দিনে দিনে ,
এ যে মানবতার অসীম ভগ্নদশা
তারে করা আবাদ, হৃদয়ে হামেশা ।


নিছক হীনমন্যে শুভকাজে বাগড়া
যদি সাজ অহি নকুল- হবেই ঝগড়া ।
ভয়ংকর পরিণাম আজ অস্ত্র যুগে ,
অন্তিমে সব শেষ !যন্ত্রণা ভুগে ভুগে ।


গত যুগে পারপায় অজ্ঞানতা ধারায়
এ কালে সহজ নয় ,এহেন উপায় ?
তবু বোধহীনতায় বিচিত্র কর্মসূচী ,
নিজে নিজে, নিজেরে করা অশুচি ।


(২৮-০৫-২০২৩)
অহি > সাপ , নকুল > বেজি । খাদ > গর্ত ।