এ ধরিত্রীর বুকে কেহ নিজেকে ভাবে না হেয়  
ভাবাও উচিত নয় ,
মানুষ তার কর্মযোগে নিজেরে করে জয় ;
আবার অশিক্ষার বেড়াজালে
মানুষ তার মনুষ্যত্ব ভোলে ।


যদি জীবন-যাপন নিছক ক্ষুদ্রস্বার্থ তরে
বোধহীনতায় যদি বাঁচা স্বার্থপরতা ধরে ,
প্রকারন্তে নিজেকে কারারুদ্ধ অন্ধকুপে
বাঁচা, খেই হারিয়ে দুর্গতি ভুগে-ভুগে ।


তবু ভাবে , অবশ্য মুক্তি মেলে
মুখে প্রভুনাম জপে-জপে !
অন্ধবিশ্বাস ঘরকরে জীবন যাপন
অনেক তলানিতে চলে যায় মন ,
সহজ নয় উত্থান, কাটিয়ে উজান
যদি থাকে ব্যাধি বোধহীনতার মান !


বাস্তবতায় মিলেমিশে আগে দূরপাল্লা ,
অন্যথা জীবনকে করা ভীষণ--অবহেলা ।


(৩১-০৫-২০২৩)