কে বলেছে দেশ- গরীব ?
সুদূর বিশ্বের সাথে দূর পাল্লা
কত পেটের জ্বালায় নাই ঘুম
অথচ দেশে অস্ত্র কেনার ধুম ,
সব ধুরন্ধরের সাথে প্রীতিবন্ধনে
সামরিক মহড়ায় কত খেলা !


যানবাহনে কম পড়ছে রাস্তা ,
চলছে বেড়েই গাড়ী
যেখানে সেখানে দুর্ঘটনা
কে নেবে এর জিম্মেদারী ?
উপরে, নানা সাজের মনে ধরা
কারখানার গতি গাড়ী বাড়া
কি বোধে ? এ নীতি ধরে কারা !


পয়সা একটু ফেক অপূর্ব দেখ ,
কত দামী রেঁস্তোয়া -
ধনাঢ্য ভরপুর মজায়
মুখে লেগে সদা দেশ জয় !
গরীব তুমি কেন করো আশা ?
বোধে কম তাই ছাড় এসব নেশা ।


পুঁজির দ্বারে নতজানু ধর্মোপদেশ
যুগে যুগে পিছিয়ে গণবেশ ,
বোধহীনতায় কেহ জাগে না
আসল চরিত্র ভেষ ।
(২৫-০৫-২০২৩)


জিম্মেদারী > দায়িত্ব । ফেক > ফ্যাল ,ছাড়ো । ভেষ > বেশ-ভুষা, চেহারা ।