আসল খবর কেহ ধরে কি মনে ?
এ ভোটপর্ব- প্রকৃত কার জন্যে ,
গরীব ঘিরে মাকড়সার জালে
কি হবে ভবিষ্যৎ এমনি হালে ?
ছলে-বলে-কোশলে, ভোটপর্ব সারা
তারপর !পদের নেতারা, স্বার্থে ন্যারা ।
জনতারে লুভায়, আনে ভাবুক ক্রান্তি
সবারে জড়তায় ঢালে চেতনা গ্রন্থি ।
ভরসার জনতা, বিশ্বাসী সরল মন
নেতার শ্যেনদৃষ্টি শোষণ তরে অনুক্ষণ ।


এ ধারার নীতির কর্মযজ্ঞ
সাধারণের বোঝা বড়ো দুঃসাধ্য !
এ দ্বন্দ্ব না মিটাব্দি
জনতার হবে না বোধে শুদ্ধি ।


(২৭-০৫-২০২৩)
লুভায় > মোহিত করে । ন্যারা  > সুখী , সৌন্দর্য্যে ভরা ।