নেড়া, বেলতলায় কি একবার যায় ?
না ! জীবনে সে বারবার ধোঁকাখায় !
যেমন কাক পর-ডিমে তা দিয়ে যায়
সর্বস্তরে ব্যক্তিও এ যুগে এমনি তায় ;
কোথায় না ছল ? বসে আছে দরজায়
বিজ্ঞাপনের খবর মধুমাখা ভাবনায় !


কে করে কাকে ভরসা ?
অন্ধের পাত্রেও দেয় অচল পয়সা ;
অসহায় শিশু বা বিধবা নারী
কতর দেখ আদর, প্যারী-প্যারী ,
মানুষ ভাবে সে হবে আদর্শ গুণবান
আজ বোধ-গুণে কোথায় তার স্থান ,
যার আছে মান ও হুশ
সব ভোলে দেখে রংধনুষ ,
লোভে ভরা আকণ্ঠ, আত্মা-পরাণ !


(২৮-০৫-২০২৩)