সমাজে গভীর ছাপ—সাধুবাবার ,
আমরা আত্মভোলা, আস্থায় মগ্ন
করি না বিরোধিতা তাঁর কথার
সর্বদা শ্রদ্ধাবনতঃ মন, তেনার জন্য ।
মহান তাঁর উপদেশ ,
“ভাল থাক , গুরুজনে কর মান্য
ধর্মে না দ্রোহ বিচার - বিদ্বেষ
দান-দক্ষিণা দিয়ে হও ধন্য ।
পূণ্য কাজে কেবলি বাড়াও মন
ভালোবাস সাধুসম সে সমস্ত জন ।”


কথায় আছে স্বার্থ-গন্ধ ফাঁটল ,
চুঁইয়ে যায় কিছু কাজের প্রাণজল ;
বলেন নি ,ভাল থেকেও আসে বিপদ
মানুষই মানুষের জন্য আপদ ,
কত ধর্মপরায়ণ কাড়ে পরসম্পদ
আস্থায় লোভীর চরিত্র গড়ে না নিখাদ !


কর্তব্য ও মানবতা আসল ব্যাপক ধর্ম ,
মানুষের হওয়া উচিত চরিত্রে সে মত কর্ম ।


(০৯-০৫-২০২৩)