সমাজের সংরচনা বৈচিত্রময় নানা
দোষগুণ মিশ্রিত যেন কারখানা ,
অপগুণও ভরা -তেলসমতি পনা
সমাজকে পিছে টানে দুর্বুদ্ধিজনা ।
জলাঞ্জলি , ধর্ম-কর্ম , নীতিজ্ঞান ,
অবোধ মলে- সুবোধের কান !


রাজত্ব পায় নির্মম বিদ্বেষ
ছলেরা চায় না উন্নত দেশ ,
পাণ্ডার গিরহ, সংগঠিত দল
পেট ফাঁপিয়ে প্রবল সচল ।
সহিষ্ণু ,কর্মঠ, ধুঁকছে জীবন
চলছে রোলার নীরব শোষণ ,
বাস্তব জীবনে ধার্মিক লাচার
অসৎ খায় দুধ-মধু-ঘি-আচার ।
না নড়চড় তার ভাবনা বিচার
একমাত্র কমি বোধের সঞ্চার ।


(১১-০৫-২০২৩)
জনা > জন । গিরহ > এক চক্রান্ত গোষ্ঠী । কমি > কম ।
রোলার > চাপা দেওয়ার যন্ত্র বিশেষ ।