নদীর দু’পারে -দু’টি বস্তি
দুই ভিন্ন মতের-গড়ে বসতি ,
ধর্মাচার-বিচার যদিও ভিন্ন
কিন্তু সাহায্যে রত একে অপরের জন্য ।
একটা খেয়াঘাট বিনিময় হয় পণ্য
করে সাধ্য মত পাচার
প্রয়োজনীয় দ্রব্য একে অপরের মান্য ।


শোনে, লাঠি জড়ো করছে এক বস্তি
সুখনিদ্রা হয় হরণ, অপর পায় না স্বস্তি ;
জানামাত্র , সংগ্রহ করে- তলোয়ার !
শান্তির বিভ্রাট !অপরে করে বন্দুক জোগাড় ।
এমনি করে কামান বোম বারুদে
মানুষ বাস করে হিংসা -বিদ্বেষে !
আগে নদীর জল রক্তে লাল
মানুষ ডাকে মানুষের কাল !!


(০৭-০৫-২০২৩)
বস্তি > গ্রাম বা পাড়াগা ।