হয়নি সশক্ত গরীবের আর্থিক হাত
সত্তরসাল চলে ধারা, একই ধারাপাত ,
জনতা বিত্রস্ত শুনে শুনে নানা অজুহাত
শাসকের আশ্বাসন মর্মে পায় আঘাত ।


জাগ্রত হ’ত মানুষের বিবেক চেতনা
যদি কি না---
দেশসেবকরা না করত টালবাহানা ,
সেবার পদ পেয়েও শীর্ষ সেবাদার
তারা আরো করে উপরির আবদার !
না দেখে দেশ,-তার অগ্র ভবিষ্যৎ
সুযোগ পেলেই করে অর্থ আত্মসাৎ ।


সুবাদের প্রচারে রাখে নি ভাষ্যে কমি
ভুঁড়িমোটা চাটুকার করে স্বার্থের বমি ।
সৎবুদ্ধির দ্বারে আঁটা তার তালা
উপরে চমক ভরা, দেখায় জেল্লা ,
কি সাংঘাতিক ! সমাজ করে অপবিত্র
বোধহীনতায় বোঝে না ঘুষচরিত্র !


তীক্ষ্ণ মেধা, ঊঁচ্চডিগ্রি, পড়ালেখা
জাগেনি বোধে দেশগর্বের শিক্ষা ,
দেশ কত সাবলম্বী ভাষ্যতে অসীম
মিথ্যা প্রচারে, হৃদয় করে হিম !


(১৩-০৫-২০২৩)
জেল্লা > চমক, জৌলুশ ।