স্বার্থ, লোভ ,পরশ্রীকাতরতা
আচ্ছা আচ্ছা হারায় ভব্যতা ,
গুণে ঘুন ,অপকর্ম সখ্যতা
পাথরদিল, ধরে না সহিষ্ণুতা ।


অশিক্ষার অন্ধকারে বোধহীনতায়
জীবন যে ভরা মাত্র লালসায় ,
ক্ষত বাড়তে থাকে, আগে মজ্জায়
বিত্রস্ত জীবন, অকেজো তায় ।


অধুনা চাকচক্য যদিও রূপ শ্রী
তার প্রবল আকাঙ্ক্ষা, মোহ ঘিরি ,
শ্রমিক অবহেলিত, যথেকও প্রজা
অবোধ জনিত ,জীবনে শুধু লজ্জা--- ।


জ্বরের পারা নামে না আর
অশান্তির বাড় , ভরে চারিধার ,
লাভ না ,উড়িয়ে সফেদ কবুতর ,
নিজেরাই অসফল, জাহিরে মান্যবর ।


(১৭-০৫-২০২৩)
পাথরদিল > পাষাণহৃদয় । মোহ ঘিরি  >  মোহ ঘিরিয়া । বাড় > বন্যা, অতি বৃদ্ধি । সফেদ >  সাদা ।