ভালো কাজে লাগে না মন ,
যদি মেলে কোর্টের সমন !
কত ছটফটানি , অর্থ ব্যয়
কোর্ট-কাছারী করে, জীবন ক্ষয় ।


‘সুখে থাকলে ভূতে কিলায়’
নানা বদ-উপসর্গ জোটে ,
অসুখের ঔষধ , নেশার টাকা
অসময়ে পকেট করে ফাঁকা ।


সুস্থ্যতায় সুফল সে সরল নীতি
মানব ধরে না তা’ সুখের জ্বালায় ,
বুদ্ধিমান তবু অনজান
জীবন যে যায় হেলায় হেলায় ।


বোধের খেলা, কমি যে মেলা
তবু অজানায় দেবই দূরপাল্লা ।


(০৬-০৫-২০২৩)