মানুষে মানুষে কেবলি সংঘাত
হীনতা নিবারণে যথেকাচার
যদিও শিক্ষা,-ধর্মোপদেশ ,অজুহাত
তবু মূলেতে আমরা করি না আঘাত ।


আগে একদা এত ছিল না বিভেদ
চাহিদা কম, মানুষ ছিল সরল –
বর্চস্য -বাড়াবাড়ি মনে ধরে ক্লেদ
উপনীতে শ্রেষ্ঠতায় মানুষ ধরে জেদ ।


রাষ্ট্রও তাই, বৃথা বাড়াতে হয় খরচা
আত্ম রক্ষায় , ভিতর ও বাহির
সুরক্ষায় দেশকাঠামো- খাঁচা
লক্ষকোটি টাকা ব্যয়- অযাচা ।


কোর্ট-কাছারি, হাজত-কারাগার
আজ যেন বেড়ে চলে সংখ্যায়
সময় অর্থ ব্যয়, মেটে না কদাচার
খরচার রূপ অনেক অনেক তার ।


কি কারণ সুবোধ হয়েও মানুষ
রুখতে পারে না সে অপরাধ ?
কিছুটা বেধের কমি মাথায় তুষ
প্রার্থনা, জনমানসে ফিরুক হুশ ।


(০৩-০৫-২০২৩)