মানুষ বড় ধূর্ত-চালাক
কাউকে করে না সে ভয়
সীমা উলংঘন, ছাড়ায় মাত্রা
উত্থানে সেরা, বিজয় যাত্রা ।


ইঁদুর ফাঁসায় জাঁতাকলে
ধ্যান না তার- নিজ তালে
মানুষও ফাঁসে ছলে-বলে ,
টিমটিম আলোয় জীলন চলে ।


শঠ জালিয়াতির কত কাজ
রূপ বেড়েই চলছে আজ ,
বোধে কমি তাই দুষ্টরা অগ্রে
শিক্ষিত যতো মজে তর্কে ।


একদিনের নয় এ জীবন
দূরিতে , দোষ অপকর্ম
বোধে ভরুক, মানবমন ।


(০৬-০৫-২০২৩)