জাতি জাতি করে- মত্তহাতী ,
একই জাতির এ হেন কর্মমতি
হয় নি সুরাহা নারী নির্যাতন ,
আপন, তবু শত্রুতাঘন মন ।


যতই বলুক না আপন আপন
মন, পর অনিষ্টে বেশ মাতন
হারালে নিজ ভারসাম্য ওজন
আরো অকারণ মনোভাবে রণ
নির্মলে মেলে না শান্তির গগন ,
হেলায় নিঃস্ব অমূল্য জীবন ।


শোষকশ্রেণীর প্রতিটি জাতি
নিজস্বার্থে হামেশা থাকে মাতি ,
উপরে মধুর নীতি-উপদেশ
কাজে, কালিমাভরা অন্তর বেশ ।


আস্থার উত্তাপে ধর্মের ব্যাটারী
সরল নিরীহের নেয়- মন কাড়ি ,
জীবন জাগাতে চাই যে রসদ
বোধে উন্নত হোক, ছেড়ে গলদ ।


(১১-০৫-২০২৩)
সুরাহা > সুন্দর পথ ,সমস্যাহীন উপায় ।