যাবতীয় উৎপাদন হয় কি সম বন্টন ?
আমরা নীরব, অত রাখি না খোঁজ ,
জীবনে হেলাফেলায় সুযোগ গেলেও
আস্থায় মগ্ন, জীবনধারা রয় সহজ ।


মনুষ্য জীবন ফিরে আসে কবে ?
কে বা দেখেছে তার রূপ ,
যা কিছু বিচার ,ভরা এ ভবে
সব, প্রচারকের- প্রচার খুব ।


যা কিছু সৃষ্টি এ জগৎ মাঝে
পূরিতে মনের সাধ
তার প্রমাণ দেখা যায় কাজে
বাঁনর দ্বারা রামসেতু বাঁধ !


সত্য জানায় নই যে উদ্গ্রীব
শোনা কথায় কান-মন
বোধোদয় হয় না মেঙেও ভিখ
মান্ধাতার ধারা চলন !


(০৬-০৫-২০২৩)